• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্টার ও রোগীর বেডে কুকুর কেন?

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:
চিকিৎসকের টেবিল ও রোগীর বেডে নিঃচিন্তায় শুয়ে আরাম আয়াশ করছে তিনটি কুকুর। ছবি দেখে মনে হচ্ছে মানুষের হাসপাতালে কুকুরের রাজত্ব। এই বেড ও চেয়ারগুলো তাদের চিরচেনা। এর আগেও বহুবার এই বেড ও চেয়ারে বসে আরাম আরাম আয়াশ করেছে তারা ।
এই ছবিগুলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের। কুকুরের এই ছবিগুলো ফেসবুক টুইটারসহ জনপ্রিয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। ডাক্টার নার্সদের দায়িত্ব কর্তব্য অবহেলার এই ছবিটি ফেসবুক টুইটার থেকে শুরু করে আলোচনা সমালোচনার ঝড় বইছে ঈশ^^রগঞ্জসহ ময়মনসিংহের সর্বত্রই। সর্বস্তরের মানুষের প্রশ্ন ডাক্টার ও রোগীর বেডে কুকুর কেন?
স্থানীয়রাসহ জেলার বিশিষ্টজনেরা ছবিটি ভাইরাল হওয়ার পর দায়িত্বে অবহেলার কারণে কর্মকর্তাদের বিচার দাবি করেছেন।
এই ছবিগুলো দেখে বিশিষ্ট লেখক, সাহিত্যকি ও সাংবাদিক মজিবুর রহমান মিন্টু ,ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক রিপন তাদেও প্রতিক্রিয়া ব্যক্তকরে বলেন দেশের প্রতিটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সবচেয়ে গুরুত্বপুর্ণ সেবাস্থল জরুরী বিভাগ। যেসব রোগীর তাৎক্ষনিক চিকিৎসার প্রয়োজন তাদের জন্যই জরুরী বিভাগ। অথার্ৎ সাক্ষাৎস্থলেই তাৎক্ষনিক জরুরী চিকিৎসা সেবা প্রদান করার লক্ষেই হাসপাতালেল ইমারজেন্সি ডিপার্টমেন্ট তথা জরুরী বিভাগ। অনেক সময় গুরুতর রোগী ভর্তি অথবা রোগীর অবস্থার পরিপক্ষিতে জেলা ও বিভাগীয় শহরের বড় হাসপাতালে রোগীকে স্থানান্তর করে থাকে জরুরী বিভাগ। চিকিৎসাসেবা পাওয়া মানুষের নাগরিক ও মৌলিক অধিকার। কিছু ডাক্টার নার্স ও স্টাফদের দায়িত্ব অবহেলা ও অসচেতনার কারনে রোগীরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।
আজমল হোসেন নামের এক শিক্ষক ছবিগুলো ফেসবুকে শেয়ার করে লিখেছেন মানুষের হাসপাতালে কুকুরের রাজত্ব। এই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার ও স্টফদের দৃষ্টান্তমুলক বিচার দাবী করছি।
খায়রুল ইসলাম লিখেছেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছবিটা দেখে কেউ ভাববেন না এটা পশু হাসপাতাল। এটা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে মানুষের চিকিৎসা করা হয়।
হাফিজুর রহমান মানিক নামে এক ব্যক্তি লিখেছেন, আমাদের ঈশ্বরগঞ্জ হাসপাতালে এর থেকে বেশি কিছু হবে না। হাসপাতালে যা কয়টা আছে, সবাই দালালি করতে চায়। আর চুরির চিন্তা সব সময় মাথায় থাকে। এই হলো ঈশ্বরগঞ্জ।
মেরাজ রাজ হাসান নামে আরেকজন লিখেছেন, বর্তমান অবস্থা। সব জায়গায় গরু, ছাগল, কুত্তা বসে আছে। ওদেরকে সরানোর আর কোনো অপশন নাই।
একাধিক দায়িত্বশীল সুত্রে জানা যায় গত শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাতে রোগী নিয়ে হাসপাতালে ভর্তি হন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি। পরে রাত ১টার দিকে বিশেষ প্রয়োজনে নার্সদের রুমের দরজা বন্ধ থাকায় জরুরি বিভাগে গিয়ে নার্স-ডাক্তার কাউকে পাননি। এ সময় দেখতে পান ডাক্তারের টেবিল ও রোগীর বেডের ওপর কুকুর শুয়ে রয়েছে।
তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন দিয়ে ছবি তুলে রাখেন ওই ব্যক্তি। পরে রোগী সুস্থ হলে বাড়ি গিয়ে ছবিটি বন্ধুদের দেখালে তারা ছবিটি নিয়ে ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
ছবিটিতে দেখা যায়, ডাক্তারের টেবিলের ওপরে উঠে একটি ও রোগীর বেডে দুটি কুকুর শুয়ে আছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, আমার নজরে এসেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে, প্রতিষ্ঠানকে হেয় করতে এই কাজ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads